ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ভিসেন্সায় প্রবাসীদের ইতালিয়ান ভাষা পরীক্ষা অনুষ্ঠিত 

অতিথি করেসপন্ডেন্ট, ইতালি  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
ভিসেন্সায় প্রবাসীদের ইতালিয়ান ভাষা পরীক্ষা অনুষ্ঠিত 

ইতালিয়ান ভাষা সংক্রান্ত জটিলতার কারণে অনেক সরকারি সুযোগসুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন প্রবাসী বাংলাদেশিরা।  

বর্তমানে ইতালির সরকারের অধীনে বিভিন্ন শহরে অন্যান্য ভাষাভাষীর পাশাপাশি বাংলাদেশিরাও কাফ অফিসের মাধ্যমে অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন।

তেমনই প্রবাসীদের বিভিন্ন সেবায় কাজ করে যাচ্ছে সিএসএন বাংলা (CSN Bangla) নামে একটি সংস্থা।  

গত ৮ জুলাই ভিসেন্সায় সিএসএন কাফ এর দ্বারা A2 Carta di Soggiorno এবং B1 Cittadinanza ইতালিয়ান ভাষা পরীক্ষা অনুষ্ঠিত হয়।  
এতে বাংলাদেশিরা ছাড়াও অন্যান্য দেশের প্রবাসীরাও অংশ নেন। এসময় পরীক্ষা পর্যবেক্ষণ করেন আব্বুল্লাহ আল কাফি রিপন, টিচার মারিনা, অয়ন কাজী, আবু সায়েম প্রান্তসহ অনেকে।

বিপুল সংখ্যক মানুষকে আইনগত পরামর্শ দেয় সিএসএন কাফ। প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের আইনগত অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের কল্যাণ নিশ্চিত করাই সিএসএন কাফের লক্ষ্য।  

সিএসএন প্রতিষ্ঠাতা পলাশ হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন সেবার মাধ্যমে সুনাম অর্জন করেছে সিএসএন। আশা করছি, সবার সহযোগিতা ও দোয়ায় ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে। প্রবাসীদের শতভাগ সেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে সিএসএস কাফ। সংস্থাটি যে কোনো ধরনের আইনবিষয়ক তথ্য ও সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।