ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

পর্তুগালে লন্ডন বাংলা প্রেসক্লাবের সঙ্গে মতবিনিময়

শাহ মুহাম্মাদ তানভীর আহমদ  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
পর্তুগালে লন্ডন বাংলা প্রেসক্লাবের সঙ্গে মতবিনিময়

পর্তুগাল থেকে: পর্তুগালের রাজধানী লিসবনে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিকদের আগমন উপলক্ষে লন্ডন বাংলা প্রেসক্লাব ও পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে মতবিনিময় সভা হয়েছে।  

রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে লিসবনের একটি জনপ্রিয় রেস্টুরেন্টে লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্যদের সম্মানে এ মতবিনিময়ে সভা ও নৈশভোজের আয়োজন করে পর্তুগাল বাংলা প্রেসক্লাব।

 

অনুষ্ঠানে যুক্তরাজ্যের সাংবাদিকরা অভিজ্ঞতা বিনিময় করে ভবিষ্যতে পর্তুগালের সাংবাদিকদের সঙ্গে যৌথ কর্মসূচি পালনের আগ্রহ প্রকাশ করেন।  
একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে লন্ডন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ যুক্তরাজ্যের বাংলা কমিউনিটির সাংবাদিকদের এ দলটি লিসবনে এসেছে।  

তাদের সম্মানের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহমেদ।
 
প্রতিষ্ঠাকালীন সভাপতি রনি মোহাম্মদ ও বর্তমান সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এফ আই রনি।

অতিথিদের মধ্যে বক্তব্য দেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাপ্তাহিক বাংলা পোস্ট সম্পাদক তারেক চৌধুরী, সহ-সভাপতি ও এটিএন বাংলা ইউকের হেড অফ নিউজ সায়েম চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ ব্যুরো প্রধান এ এস এম মাসুম, লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমেদসহ অনেকে।

লন্ডন বাংলা প্রেসক্লাবের নেতারা বলেন, ৩১ বছর আগে দেশের বাইরে প্রবাসে প্রথম প্রেসক্লাব হিসেবে লন্ডন বাংলা প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। এ দীর্ঘ পথচলায় লন্ডনে নিজস্ব অফিসসহ একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাব। যুক্তরাজ্যের বাংলা কমিউনিটিতে লন্ডন বাংলা প্রেসক্লাব এখন একটি মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠান। বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাশাপাশি ব্রিটিশ রাজনৈতিক দল এবং বিভিন্ন নেতৃবৃন্দ এখন লন্ডন বাংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করছেন।  

লন্ডন প্রবাসী সাংবাদিকদের মতে, অল্প সময়ে পর্তুগাল বাংলা প্রেসক্লাবও একটি ভালো অবস্থান তৈরি করেছে।  
লন্ডন বাংলা প্রেসক্লাবের পথ চলার অভিজ্ঞতা নিয়ে পর্তুগাল বাংলা প্রেসক্লাব একটি আদর্শ সাংবাদিক সংগঠন হিসেবে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের কমিটির নেতারা জানান, কয়েক বছর আগে প্রতিষ্ঠিত হলেও ২০২১ সাল থেকে পর্তুগাল বাংলা প্রেসক্লাব এদেশের সরকারের একটি নিবন্ধিত প্রতিষ্ঠান। বাংলাদেশি কমিউনিটির সুখ-দুঃখ তুলে ধরার পাশাপাশি এ সংগঠন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নিচ্ছে। এরই মধ্যে সদস্যদের সহযোগিতার পাশাপাশি কমিউনিটিকে সম্পৃক্ত করে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে পর্তুগাল বাংলা প্রেসক্লাব। নিজস্ব অফিস প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়েছে।  

মতবিনিময়কালে দুই সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের নর্থ ইস্ট বাংলাদেশের জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সৈয়দ সাদেক আহমেদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য কয়েস আলী, ফয়সাল মোহাম্মদ, যমুনা টেলিভিশনের ইউকে প্রতিনিধি হেফাজুল কারীম রাকিব, এটিএন বাংলা ইউকের ম্যানচেস্টার প্রতিনিধি আমিনুর হক ওইয়েস, লন্ডন প্রবাসী সাংবাদিক ইমরান আহমেদ, মতিউর রহমান, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর, সহ-সম্পাদক সমির দেবনাথ, প্রচার সম্পাদক মুহি উদ্দীন, সাংবাদিক এস এম আজাদ, ডিবিসি টেলিভিশনের পর্তুগাল প্রতিনিধি মাহথির মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।