ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী-নসরুল হামিদ সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২০
কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী-নসরুল হামিদ সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল কাবির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৫ অক্টোবর) অনলাইন মাধ্যমে তারা এ সাক্ষাৎ এবং উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

নসরুল হামিদ বলেন, কাতার বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতিম দেশ। কাতারের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আরো বাড়ানো যেতে পারে। জ্বালানি খাতেও সহযোগিতার অনেক ক্ষেত্র আছে যা অন্বেষণ করতে পারলে উভয়ই দেশ লাভবান হবে।  
এসময় খনিজসম্পদ প্রতিমন্ত্রী বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশে দেওয়া এলএনজির মূল্য পুনর্বিবেচনার জন্য সাদ শেরিদা আল কাবিকে অনুরোধ জানান।

সাদ শেরিদা আল কাবি প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ধন্যবাদ জানিয়ে বলেন, কাতার এলএনজিসহ জ্বালানির অন্যান্য উপখাতে বাংলাদেশে কাজ করতে চায়।  

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।