ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ভুতুড়ে বিল: ডিপিডিসির ৫ প্রকৌশলী বরখাস্ত, ৩৬ জনকে শোকজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
ভুতুড়ে বিল: ডিপিডিসির ৫ প্রকৌশলী বরখাস্ত, ৩৬ জনকে শোকজ

ঢাকা: ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) পাঁচ প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে আরও ৩৬ প্রকৌশলীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে।

শনিবার (০৪ জুলাই) ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান গণমাধ্যমকে এ তথ্য জানান। করোনার ভাইরাস পরিস্থিতির কারণে গত দুই মাস ধরে অতিরিক্ত বিলের অভিযোগ করা হচ্ছিল বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর বিরুদ্ধে।

ফলে গত ২৫ জুন একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হয়।

এই টাস্কফোর্স এক সপ্তাহের মধ্যে ভুতুড়ে বিলের সমাধান না করতে পারলে বিদ্যুৎ বিতরণ সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি দেওয়ার কথা বলা হয়। টাস্কফোর্সের বেঁধে দেওয়া সময় গত ০২ জুলাই শেষ হয়।

টাস্কফোর্স কমিটির দেওয়া সুপারিশ অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিয়ে ডিপিডিসি পাঁচজন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত এবং ৩৬ প্রকৌশলীকে শোকজ করে।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
আরকেআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।