ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

কিশোরগঞ্জে শতভাগ বিদ্যুৎ ও ডিমলা পেল অপটিক্যাল ফাইবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৮
কিশোরগঞ্জে শতভাগ বিদ্যুৎ ও ডিমলা পেল অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার ও শতভাগ বিদ্যুৎ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি ও কিশোরগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (০৫ আগস্ট) পৃথকভাবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটির উদ্বোধনী অনুষ্ঠানে ডিমলা সদর ইউনিয়ন পরিষদ হল রুমে উপস্থিত ছিলেন- নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনুর আলম, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার প্রমুখ।

অপরদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে একইভাবে প্রধানমন্ত্রী জেলার কিশোরগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নীলফামারী-৩ (জলঢাকা-আংশিক কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য শওকত চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।