ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান ইশতিয়াক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান ইশতিয়াক

ঢাকা: তেল ও গ্যাস অনুসন্ধান, উত্তোলন, পরিশোধন এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান পেট্রোবাংলায় নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।



এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইশতিয়াক আহমদকে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

১৯৮৪ ব্যচের এই কর্মকর্তা প্রায় ১১ বছর ধরে মন্ত্রিপরিষদ বিভাগে কাজ করেছেন।

গত ১৮ অক্টোবর পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়।

এরপর ১৯ অক্টোবর চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নাজিম উদ্দীন চৌধুরী।

২০১০ সালের ১৯ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হোসেন মনসুরকে দুই বছরের চুক্তিতে পেট্রোবাংলার চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়। পরে আরো দুই দফা তার মেয়াদ বাড়ানো হয়।

পাঁচ বছর দায়িত্ব পালনকালে হোসেন মনসুরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠে। যা দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪, আপডেট: ১৪৩২ ঘণ্টা,

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।