ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মে ৩১, ২০১৪
ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, সারা দেশের ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে। এজন্য আওয়ামী লীগ সরকার বিদ্যুতের উন্নয়নে কাজ করে যাচ্ছে।



শনিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জে অবস্থিত হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির কার্যালয়ে সমিতি কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে। আর বিএনপি সে উন্নয়ন বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে। জনগণ বিএনপিকে সে সুযোগ দেবে না।

মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদার, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি ছালেক মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি গাজীউর রহমান ইমরান প্রমুখ।

মত বিনিময় সভা শেষে হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদারের নেতৃত্বে যুবলীগ নেতারা অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মে ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।