ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

জ্বালানিবিহীন বিদ্যুতের আবিষ্কারক নিজের নিরাপত্তা চান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪
জ্বালানিবিহীন বিদ্যুতের আবিষ্কারক নিজের নিরাপত্তা চান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিজেকে পরিবেশবান্ধব জ্বালানিবিহীন বিদ্যুতের আবিষ্কারক হিসেবে আখ্যায়িত করে সরকারের কাছে নিজের নিরাপত্তা চেয়েছেন জাফর সাদিক রহমান।

রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।



এ সময় অভিযোগ করে জাফর সাদিক বলেন, আমাকে কয়েকটি চরমপন্থী চক্র প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। আমি এ নিয়ে শঙ্কায় আছি। সরকারের কাছে নিরাপত্তা চাই।

তিনি বলেন, অনেকদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিরা আমার সিলেট উপশহরের বাসায় এসে বিদেশি এক কোম্পানির সঙ্গে চুক্তি করিয়ে দেওয়ার নামে বিভিন্ন লোভ দেখায়।

আমি রাজি না হলে তারা আমার নামে মিথ্যা মামলা ও নানা হুমিক দিতে শুরু করে।

তিনি দাবি করেন, ২০১১ সালে পরিবেশবান্ধব জ্বালানিবিহীন বিদ্যুত আবিষ্কার করে সিলেট বিভাগীয় কমিশনারকে অবহিত করি। মূলত এরপর থেকেই আমার ওপর নেমে আসে চরমপন্থিদের হুমকি-ধামকি।
 
তিনি বলেন, এ হুমকির কারণে আমার উদ্ভাবিত প্রযুক্তি বাস্তবায়নে ক্রমশ পিছিয়ে যাচ্ছি। কাজেও মন দিতে পারছি না।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং সার্বিক নিরাপত্তা দাবি করেন।

সংবাদ সম্মেলনে সাদিকের বড় ভাই ওমর সাদিক রহমান উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।