ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুতের দাম বৃদ্ধি প্রস্তারের প্রতিবাদে মিছিল-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৪
বিদ্যুতের দাম বৃদ্ধি প্রস্তারের প্রতিবাদে মিছিল-সমাবেশ

নারায়ণগঞ্জ: বিদ্যুতের দাম বৃদ্ধি সংক্রান্ত সরকারি প্রস্তাবের প্রতিবাদে নারায়নগঞ্জে মিছিল-সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

রোববার বিকেলে শহরের চাষাঢ়ায় অবস্থিত শহীদ মিনারে সংগঠন দুটির জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।



বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সিপিবি নেতা শিবনাথ চক্রবর্তী, কাউন্সিলর ও বাসদ নেতা আসিত বরণ বিশ্বাস প্রমুখ।
 
বক্তারা বলেন, জনমত উপেক্ষা করে বিগত ৫ বছরে বর্তমান সরকার আগের আমলে ৬ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ প্লান্টগুলো চালু না করে বেশি মূল্যে বিদ্যুৎ উৎপাদনে কুইক রেন্টালের পথ বেছে নিয়েছে। কিন্তু এর দায় জনগণের নয়, অথচ এর দায় জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে।

তাই কুইক রেন্টাল বাতিল ও বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত বড় বিদ্যুৎ প্লান্ট নির্মাণ, নতুন প্লান্ট নির্মাণসহ সৌর বিদ্যুৎ প্লান্ট নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।