ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ফুলবাড়ীর কয়লা উত্তোলনের দাবিতে মানবন্ধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৩
ফুলবাড়ীর কয়লা উত্তোলনের দাবিতে মানবন্ধন

পার্বতীপুর(দিনাজপুর): আন্ডারগ্রাউন্ড মাইনিং মেথড(ভূ-গর্ভস্থ পদ্ধতি) অথবা ওপেন পিট মাইনিং মেথড(উন্মক্ত পদ্ধতি) যেকোনো পদ্ধতিতে অবিলম্বে ফুলবাড়ীর কয়লা উত্তোলনের দাবিতে পার্বতীপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

দিনাজপুর দক্ষিণ-পূর্বাঞ্চল উন্নয়ন ফ্রন্ট পার্বতীপুর শাখা এ কর্মসূচির আয়োজন করে।



শনিবার দুপুর ১২টার দিকে শহরের নতুন বাজার শহীদ মিনার রোডে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন- দিনাজপুর দক্ষিণ-পূর্বাঞ্চল উন্নয়ন ফ্রন্ট পার্বতীপুর শাখার আহ্বায়ক আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, প্রভাষক আফজাল হোসেন কাজল, তোফাজল হোসেন, সাংবাদিক মুসলিমুর রহমান ও ডা. বিদুভূষণ রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৩
পিসি/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।