ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ঢাকায় বিদ্যুতের দাম ৩.৩০ শতাংশ বাড়ানোর সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১২
ঢাকায় বিদ্যুতের দাম ৩.৩০ শতাংশ বাড়ানোর সুপারিশ

ঢাকা: ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো)গ্রাহকদের বিদ্যুতের দাম ৩ দশমিক ৩০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ডেসকো এ দাম ১১ দশমিক ৬৯ শতাংশ বাড়াতে চেয়েছিল।



সোমবার বিইআরসি কার্যালয়ে গণশুনানিতে কমিশনের মুল্যায়ন কমিটি এ সুপারিশ দেয়।

বিইআরসি চেয়ারম্যান প্রকৌশলী ইমদাদুল হক, কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ ও দেলোয়ার হোসেন গণশুনানি গ্রহণ করেন।

ডেসকো ১৮ অক্টোবর বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব জমা দেয় বিইআরসিতে। পরে ২০ নভেম্বর রিভিউ করার জন্য ডেসকোকে চিঠি দেয় বিইআরসি। ডেসকো ২ ডিসেম্বর নতুন প্রস্তাব দেয়।

প্রসঙ্গত, এর আগে সেপ্টেম্বর মাসে বিদ্যুতের খুচরা ১৫ শতাংশ ও পাইকারি ১৭ শতাংশ দাম বাড়ায় বিইআরসি।

শুনানি শেষে কমিশনের চেয়ারম্যান জানান, সব বিদ্যুৎ বিতরণ কোম্পানির দাম বৃদ্ধির বিষয়ে শুনানি শেষে জানান হবে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১২
ইএস/জেডএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।