ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১২
তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক আর নেই

ঢাকা: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (ময়মনসিংহ) প্রকৌশলী লাবিবুল্লাহ শুক্রবার রাত সাড়ে দশটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ... রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।



তিতাস গ্যাসের জনসংযোগ শাখার ব্যবস্থাপক মো: শাহজাহান বাংলানিউজকে জানান, রাত দশটায় অফিসের কাজ শেষে আত্মীয়ের বাসায় যাওয়ার পথে শনির আখড়ায়  এলাকায় অফিসের গাড়িতেই  হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

প্রকৌশলী লাবিবুল্লাহ স্ত্রী ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। শনিবার বাদ আসর কিশোরগঞ্জে তার গ্রামে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ খানসহ অন্যান্য কর্মকর্তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১২
ইএস/সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।