ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

পেট্রোবাংলা চেয়ারম্যানের চুক্তির মেয়াদ বাড়লো ২ বছর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১২
পেট্রোবাংলা চেয়ারম্যানের চুক্তির মেয়াদ বাড়লো ২ বছর

ঢাকা: পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুরের চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। চুক্তির ধারাবহিকতা অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর থেকে দুই বছর মেয়াদ বাড়ানো হলো তার।



মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।      

গত ২০১০ সালের ১৯ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হোসেন মনসুরকে দুই বছরের চুক্তিতে পেট্রোবাংলার চেয়ারম্যান নিয়োগ করে সরকার।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১২
এসএমএ/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।