ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ

বিশেষ বিধানের মেয়াদ দুই বছর বাড়লো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১২
বিশেষ বিধানের মেয়াদ দুই বছর বাড়লো

ঢাকা: বিদ্যুৎ  ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন ২০১২- এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

এই আইনের অধীনেই দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যু‍ৎকেন্দ্রগুলো স্থাপিত হয়েছে।



এই আইনের সংশোধনীর আওতায় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির  বিধানের (বিশেষ বিধান) মেয়াদ আরও দুই বছর বাড়ানো হলো।

বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ দ্রুত বাড়ানোর জন্যই এ‌ আইন করা হয়েছে। বিশেষ এ বিধানের প্রয়োজনীয়তা বিবেচনা করেই আরও দুই বছর সময় বাড়ানো হলো।

সংসদের অধিবেশন না থাকায় এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর আইনটির মেয়াদ এক বছর বাড়ানোর খসড় সংশোধনী অনুমোদন দিয়েছিল মন্ত্রিপরিষদ।

২০১০ সালের ১২ অক্টোবর বিশেষ এ আইনটি প্রণয়ন করা হয়।  দুই বছরের জন্য প্রণীত এ আইনের মেয়াদ আগামী ১২ অক্টোবর শেষ হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।   বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশারর‍াফ হোসাইন ভুঁইয়া প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে জানান।
 
বৈঠকে সড়ক তহবিল বোর্ড আইন ২০১২- এর খসড়াও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনে সড়ক তহবিল গঠনের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া সভায় সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন ২০১২, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (সংশোধন) অধ্যাদেশ ২০১২ চূড়ান্ত অনুমোদন এবং দ্য সিকিউরিটিজ (ডিমিউচুয়ালাইজেশন) অ্যাক্ট ২০১২- এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১২
এসকে/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর [email protected] 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।