ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

জনগণের কাছে বিদ্যুৎ-জ্বালানি খাতের দুর্নীতির তথ্য চাইল জাতীয় কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
জনগণের কাছে বিদ্যুৎ-জ্বালানি খাতের দুর্নীতির তথ্য চাইল জাতীয় কমিটি

ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)-এর অধীনে হওয়া চুক্তি পর্যালোচনায় জাতীয় রিভিউ (পর্যালোচনা) কমিটি গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার (৩ অক্টোবর)  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, আইনের অধীন চুক্তিবদ্ধ দেশের বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন এবং সরবরাহকারী সংস্থার দুর্নীতি সংক্রান্ত যেকোনো তথ্য-উপাত্ত, প্রমাণসহ যে কেউ কমিটির ই-মেইলে ০৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কমিটিতে অভিযোগ দাখিল করতে পারবেন।

কমিটি পরে প্রয়োজনে অভিযোগ দাখিলকারী ও অভিযুক্ত ব্যক্তি বা তার প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কার্যক্রম নেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের অধীনে হওয়া চুক্তির নানা কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং  সংস্থাগুলোর সঙ্গে পৃথকভাবে যোগাযোগপূর্বক জাতীয় কমিটি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সহায়তা নেওয়ার উদ্যোগ নেবে।

বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থার দুর্নীতি সংক্রান্ত যেকোনো তথ্য-উপাত্ত, প্রমাণ [email protected] ঠিকানায় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪
আরকেআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।