ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুতের অস্বাভিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে কমিউনিস্ট পার্টির

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১২
বিদ্যুতের অস্বাভিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে কমিউনিস্ট পার্টির

ময়মনসিংহ: বিদ্যুতের অস্বাভিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহ শহর কমিউনিস্ট পার্টি।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।



ময়মনসিংহ শহর কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুর রব মোশাররফের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক কমরেড সাঈদ হাসান মিথুনের পরিচালনায় বক্তব্য রাখেন- সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল আজিজ তালুকদার, সাধারণ সম্পাদক কমরেড অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, সদর উপজেলা কমিটির সভাপতি কমরেড সাজেদা সাজু, শহর কমিটির সাধারণ সম্পাদক কমরেড সুজান্ত দেবনাথ খোকন প্রমুখ।

সমাবেশে বক্তারা বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণ হিসেবে ভাড়া ভিত্তিক কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সরকারি সিদ্ধান্তকে দায়ি করেন।

পাশাপাশি যাত্রীসেবার মানবৃদ্ধি না করে রেলের ভাড়া বৃদ্ধি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা-মন্ত্রীদের পৃষ্ঠপোষকতায় ব্যাংক খাত থেকে কোটি কোটি টাকা লুটপাটের প্রতিবাদ এবং লুটপাটে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।