ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

রমজানে ৩০ মিনিটের বেশি লোডশেডিং থাকবে না: তৌফিক-ই-ইলাহী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
রমজানে ৩০ মিনিটের বেশি লোডশেডিং থাকবে না: তৌফিক-ই-ইলাহী

ঢাকা: রমজানে ৩০ মিনিটের বেশি লোডশেডিং থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এজন্য তিনি শিল্প মালিকদের পিক আওয়ারে (বিকেলে ৫টা থেকে রাত ১১টা) উৎপাদন কম করার পরামর্শ দিয়েছেন।



সোমবার বিদ্যুৎ ভবনে আসন্ন রমজান উপলক্ষে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক আলোচনা শেষে এ মন্তব্য করেন।

প্রয়োজনে সবোর্চ্চ পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা হবে বলেও জানান তিনি।

এর আগে তিনি পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতিতে এসএমএস-এর মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন।

পর্যায়ক্রমে সব পল্লী বিদ্যুৎ সমিতিতে এসএমএসের মাধ্যমে বিল জমা দেওয়ার পদ্ধতি চালু করা হবে বলে জানা গেছে।

এসময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ, পিডিবির চেয়ারম্যান এএসএম আলমগীর কবীর উপস্থিতি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
ইএস/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।