ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

রাজধানীতে ৭ দিন ব্যাহত হতে পারে বিদ্যুৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
রাজধানীতে ৭ দিন ব্যাহত হতে পারে বিদ্যুৎ

ঢাকা: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি) এবং ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লি. (ডেসকো) এর আওতাধীন কিছু কিছু এলাকায় ৭ দিন (১৬-২২ জুলাই) আংশিক বিদ্যুৎ ব্যাহত হতে।  

 শনিবার (১৫ জুলাই) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, রামপুরা ২৩০১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপন কাজের জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি) এবং ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লি. (ডেসকো) এর আওতাধীন কিছু কিছু এলাকায় আগামী সাত দিন আংশিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে।  

জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের স্বার্থে সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি) কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এসকেবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।