ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

আশুলিয়ায় ৬০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
আশুলিয়ায় ৬০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় দুই কিলোমিটার জুড়ে অবৈধভাবে বাসা-বাড়িতে নেওয়া প্রায় ৬০০ সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিসট্রিবিউশন কোম্পানি।

বুধবার (১২ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদেমুদ্দিনের নেতৃত্বে সকাল থেকে আশুলিয়ার কাঠগড়া এলাকার দুর্গাপুর এলাকার অবৈধ সব গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়।

 

 প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদেমুদ্দিন বলেন, কাঠগড়া এলাকার দুই কিলোমিটারের ভেতরে প্রায় ৬০০ অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যাওয়ায় সবগুলো সংযোগই বিচ্ছিন্ন করা হয়েছে। সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে দেখা যায়, উচ্চ চাপের গ্যাস সংযোগ থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাবে অসংখ্য বাসা-বাড়িতে সংযোগ নেওয়া হয়েছে। এক-দুই ইঞ্চি, পাইপ দিয়ে এ সংযোগগুলো নেওয়া হয়েছে যা খুবই ঝুঁকিপূর্ণ। আজকের এই অভিযানে সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুষ্কৃতিকারীরা রাতে অবৈধ সংযোগগুলো দিচ্ছে। আমাদের এই অভিযান চলমান থাকবে। পর্যায়ক্রমে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।  

এ সময় অতিরিক্ত পুলিশের পাশাপাশি তিতাস গ্যাসের সাভার জোনের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান ও আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এসএফ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।