ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না হবিগঞ্জ শহরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, মে ২৬, ২০২৩
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না হবিগঞ্জ শহরে সঞ্চালন লাইন মেরামতের জন্য রাখা বৈদ্যুতিক তার

হবিগঞ্জ: সঞ্চালন লাইনের মেরামত কাজের জন্য হবিগঞ্জ শহরজুড়ে শনিবার (২৭ মে) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ফলে এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুরো শহরে বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

প্রতিষ্ঠানটির হবিগঞ্জের সহকারি প্রকৌশলী রাকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার জেলার মাধবপুর উপজেলায় অবস্থিত শাহজিবাজার ৩৩০  মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে হবিগঞ্জ পর্যন্ত সঞ্চালন লাইনটি মেরামত করা হবে।

এজন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ বিষয়ে শহরজুড়ে মাইকিং করা হয়েছে।

তিনি আরও জানান, হবিগঞ্জ জেলা শহরে বিপিডিবির গ্রাহক সংখ্যা ২৮ হাজারের বেশি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালুর লক্ষ্যে মেরামত কাজ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।