ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ার কালিতলায় ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
বগুড়ার কালিতলায় ১৪৪ ধারা জারি

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত শহরের কালিতলা হাটে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।

বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল ৩টার দিকে শহরের কালিতলা হাটে পৌর বিএনপির ১ ও ৩ নম্বর ওয়ার্ড প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। একই সময় ওই স্থানে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ নিয়ে দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করায় ১৪৪ ধারা জারি করা হয়। ওই এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ রাখতেই দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সহিংসতা এড়াতে ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।