ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

স্মৃতিসৌধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির শ্রদ্ধা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
স্মৃতিসৌধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির শ্রদ্ধা 

সাভার (ঢাকা): সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও ঢাকা-২০ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকালে শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এছাড়াও তিনি ধামরাই উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন-ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেক, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাকোয়াত হোসেন সাকু, ঢাকা জেলা আওয়ামী সহ-সভাপতি আব্দুল আলিম, সাভার পৌর মেয়র আব্দুল গণি, ধামরাই পৌর সভার মেয়র গোলাম কবির মোল্লাসহ নেতা কর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
এসএফ/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।