ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

যুবদল নেতা নিহত, জোট ছাড়লেও জামায়াতের প্রতিবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
যুবদল নেতা নিহত, জোট ছাড়লেও জামায়াতের প্রতিবাদ

ঢাকা: বিএনপির সঙ্গে ‘২০ দলীয় জোটে আর নেই’ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এমন বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পাঁচ দিনের মাথায় নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে যুবদলকর্মী শাওনের নিহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে দলটির প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জে যুবদল কর্মী নিহত ও বহু সংখ্যক নেতা-কর্মী আহত হওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

বিবৃতিতে এটিএম মাছুম বলেন, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে বিএনপির পক্ষ থেকে এক র‌্যালি বের করা হয়। পুলিশ র‌্যালিতে বাধা দিলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ টিয়ারশেল ও গুলি চালায়। পুলিশের গুলিতে শাওন নামে এক যুবদল কর্মী আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমি এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, নিহত যুবদল কর্মী শাওনের আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যুবদল কর্মী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
এমএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।