ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা বানাতে স্পিকারকে চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা বানাতে স্পিকারকে চিঠি ফাইল ছবি

ঢাকা: রওশন এরশাদকে বাদ দিয়ে জিএম কাদেরকে বিরোধী দলের নেতা বানানোর জন্য স্পিকার বরাবর চিঠি দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় স্পিকারের কার্যালয়ে এ চিঠি পৌছে দেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। বর্তমানে জিএম কাদের সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করছেন।

চিঠিতে জাতীয় র্সংসদের বর্তমান বিরোধী দলীয় নেতা ও জাপার প্রধান উপদেষ্টা রওশন এরশাদ, তার ছেলে শাদ এরশাদ ও সেলিম ওসমান ছাড়া পার্টির সব এমপি স্বাক্ষর করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।