ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

পিরোজপুরে আ.লীগের বিরুদ্ধে বিএনপির ওপর হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
পিরোজপুরে আ.লীগের বিরুদ্ধে বিএনপির ওপর হামলার অভিযোগ

পিরোজপুর: পিরোজপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে অন্তত ৩০ জনকে আহত করার অভিযোগ উঠেছে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে নেছারাবাদ উপজেলায় এ ঘটনা ঘটে।

 

ওই হামলার প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে নেছারাবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু।   

জানা গেছে, বুধবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে  আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময়  স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায়। এতে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্ররাফুল আলম সজলসহ স্থানীয় ৩০ নেতাকর্মী আহত হন।  

হামলায় আহত জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক  মারুফ হাসান বলেন,  স্বরূপকাঠীতে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে বুধবার দুপুর ১২টার দিকে আমরা ট্রলারে করে মিয়ারহাটে পৌঁছাই। এ সময় ট্রলার ঘাটে স্থানীয় ছাত্রলীগ ও  যুবলীগের নেতাকর্মীরা আমাদের লক্ষ্য করে হঠাৎ ইট-পাটকেল ছুড়তে থাকে। এ হামলায় আমাদের অনেক নেতাকর্মীরা আহত হয়েছেন। পরে আমরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানেও তারা আমাদের  ওপর হামলা চালায়।

স্বরূপকাঠী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিজান জানান, স্থানীয় স্বরূপকাঠী বিএনপি অফিসে বিক্ষোভ সমাবেশ চলাকালে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালিয়ে আমাদের সমাবেশ পণ্ড করে দেয়। পরে আমরা মিয়ার হাটে আমাদের কর্মসূচি পালন করি।  

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমরা এ হামলার তীব্র প্রতিবাদ জানাই। আগামীতে এমন হামলা হলে প্রতিহত করা হবে। আমরা আমাদের কর্মসূচি  শান্তিপূর্ণভাবে করতে চাই।

এ ব্যাপারে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন বলেন, এমন হামলার কোনো তথ্য জানা নেই। এমনকি কেউ কোনো অভিযোগও দেয়নি। তবে বিএনপির দলীয় অফিসে একটি কর্মসূচি ছিল, তা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।