ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘দেশের মানুষ আ.লীগের দুঃশাসনে অতিষ্ঠ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
‘দেশের মানুষ আ.লীগের দুঃশাসনে অতিষ্ঠ’

সিলেট: দেশের মানুষ আওয়ামী লীগের দুঃশাসনে অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

মহানগরীর ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে দুই নেতা নিহত হওয়ার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

আব্দুল কাইয়ুম জালালি পংকী বলেন, দ্রব্যমূল্য, পরিবহন ভাড়া আজ মানুষের নাগালের বাইরে। এসব বিষয় নিয়ে কেউ কথা বলতে পারে না। কথা বললেই তারা গুম ও খুনের রাজনীতিতে মেতে ওঠে। আওয়ামী লীগ সরকার সমালোচনা বা শান্তিপূর্ণ প্রতিবাদও সহ্য করতে পারে না। তাই ভোলায় শান্তিপূর্ণ প্রতিবাদ চলাকালে পুলিশ দিয়ে নির্বিচারে গুলি করে দুই নেতাকে হত্যা করেছে। দেশের মানুষ আওয়ামী লীগকে এর কঠিন জবাব দেবে।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, সারা দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। ভয় দেখিয়ে গুম-খুন করে রাষ্ট্র চালাচ্ছে সরকার। মিথ্যাচারের জন্য বিশেষ নোবেল পুরস্কার দেওয়া উচিত সরকারকে। আন্দোলন দেখে সরকার ভয় পেয়ে গেছে তাই আবার লাঠিয়াল বাহিনী নামিয়ে দিয়েছে। মানুষ জেগে উঠেছে। দেশ রক্ষার জন্য সবাই এগিয়ে আসুন। এমন আন্দোলন গড়ে তুলি- এই সরকারের পতন ঘটিয়ে মানবতার সরকার গঠন করি।
 
১২নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাব্বির আহমদ বাচ্ছুর সভাপতিত্বে এবং দেওয়ান আরাফাতুল জাকির ও মারুফ আহমদ টিপুর যৌথ পরিচালনায় এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা হাজী জাহাঙ্গীর আলম, মো. আব্দুস সামাদ, শফিকুর রহমান টুটুল, লাহিন আহমদ, মির্জা রামিম, মনজুর হোসেন মজনু, সোহেল আহমদ, কামরান হোসেন হেলাল।
 
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আব্দুল মুমিন, আব্দুস সালাম, সাজ্জাদ আহমদ, দবির আহমদ, যুবদল নেতা লাহিন আহমদ, আমিনুল হক তুহিন, জুনেল আহমদ, আদনান হোসেন তামিম, সাব্বির আহমদ, ছাত্রদল নেতা তোফায়েল আহমদ, আবুল হোসেন, আশিকুর রহমান তারেক, স্বেচ্ছাসেবক দল নেতা কামরান হোসেন হেলাল, শেখ মো.সাকিব ইসলাম, শ্রমিক দল নেতা আব্দুর রহিম ও তারেক আহমদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এনইউ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।