ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘বাচেলেতের সফরে সুশীলদের মুখোশ উম্মোচিত হয়েছে’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
‘বাচেলেতের সফরে সুশীলদের মুখোশ উম্মোচিত হয়েছে’ শাহরিয়ার আলম। ফাইল ছবি

ঢাকা: জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল বাচেলেতের ঢাকা সফরের সময় সুশীল সমাজের একটি অংশের মুখোশ উম্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সুশীল সমাজের একটি অংশ যারা সরকারের বিরুদ্ধে কাজ করেন, যাদের পলিটিক্যাল ইনটেনশন আছে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল বাচেলেতের ঢাকা সফরকালে আমরা তাদের এক্সপোজ করতে পেরেছি। তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। আমরা আশা করি, মিশেলের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদও বিষয়টি বুঝতে পেরেছেন।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত মনে করে, মিশেলের কাছে অনেক কিছু বললেই দাবি আদায় হয়ে যাবে, তারা আসলে বোকার স্বর্গে বাস করছে।  

বিএনপি-জামায়াত মানবাধিকার পরিস্থিতির ধুয়া তুলে আন্তর্জাতিক অঙ্গনে বানোয়াট তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল বাচেলেত গত ১৪ থেকে ১৮ আগস্ট ঢাকা সফর করেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
টিআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।