ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না

ব্রাহ্মণবাড়িয়া: বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং খালেদা জিয়ার মুক্তি ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না। ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হলে আগামী নির্বাচনে বিএনপিসহ কোনো বিরোধীদল অংশ নেবে না।

আগামী নির্বাচন হতে হবে ব্যালেটের মাধ্যমে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ৩শ আসনের মধ্যে ২৫০ আসন পাবে বিএনপি।  

সোমবার (২৯ আগস্ট) দুপুরে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।  

শহরের বিওসি ঘাট সড়কে আয়োজিত সমাবেশে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া।  

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাঈদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমান ও যুবদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক এস এন তরুণ দে প্রমুখ।  

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবীবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ জয়।  
 
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।