ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

পীরগঞ্জে একই স্থানে আ.লীগ-বিএনপির কর্মসূচি, ১৪৪ ধারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
পীরগঞ্জে একই স্থানে আ.লীগ-বিএনপির কর্মসূচি, ১৪৪ ধারা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে একই স্থানে কর্মসূচি আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

রোববার (২৮ আগস্ট) পীরগঞ্জ পৌর এলাকার পূর্ব ও পশ্চিম চৌরাস্তা এবং মুন্সিপাড়া মাইক্রোস্ট্যান্ডসহ আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজির সকালে এ আদেশ জারি করেন।
 
ইউএনও অফিস সূত্র জানায়, পীরগঞ্জ উপজেলার পূর্ব ও পশ্চিম চৌরাস্তা এবং পাশের মুন্সিপাড়া মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় ও একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি তাদের নিজ নিজ কর্মসূচি ডাকে। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এজন্য অপ্রতীতিকর পরিস্থিত এড়াতে রোববার দুপুর ১২টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়। এ আদেশ রোববার রাত ৮টা পর্যন্ত বহাল থাকবে। এসময়ের মধ্যে এসব এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিটিং-মিছিল, লোক সমাগম, চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল ও আইনশৃঙ্খলা পরিপন্থি কার্যক্রম নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।