ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে বিএনপির ৬ নেতাকর্মীসহ গ্রেফতার ৫৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
নোয়াখালীতে বিএনপির ৬ নেতাকর্মীসহ গ্রেফতার ৫৩ প্রতীকী ছবি

নোয়াখালী: গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে অভিযান চালিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীসহ ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

গ্রেফতারদের বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এর আগে, বুধবার (২৪ আগস্ট) দিনগত রাতে জেলা সদর, সেনবাগ ও চাটখিল উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।  
 
গ্রেফতাররা হলেন- নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব দিদার হোসেন (৫২), সোনাইমুড়ী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. আজাদ হোসেন (৫২), সেনবাগ উপজেলা যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন লিটন (৩৮), সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. জাকির হোসেন (৪৩), নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের কর্মী মোয়াজ্জেম হোসেন সবুজ (৩০), নোয়াখালী ইউনিয়ন বিএনপির সদস্য শেখ ফরিদ উদ্দিন হারুন (৩২।

বিএনপির ছয় নেতাকর্মীসহ ৫৩ জন গ্রেফতারের তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।