ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালের সমর্থনে বামজোটের লিফলেট বিতরণ ও গণসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
হরতালের সমর্থনে বামজোটের লিফলেট বিতরণ ও গণসংযোগ

ঢাকা: ২৫ আগস্ট হরতালের সমর্থনে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা।  

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১১টা থেকে ঢাকার পুরানা পল্টন এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী (বৃহস্পতিবার) ২৫ আগস্ট অর্ধদিবস হরতাল আহ্বান করেছে বাম গণতান্ত্রিক জোট।  

 
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সহকারী সাধারণ সম্পাদক, বাম জোটের কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ডা. হারুন অর রশীদ, বাসদ-এর (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মানস নন্দী, ফখরুদ্দিন আতিক, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা বিধান চন্দ্র দাস, বাম জোটের নগর সমন্বয়ক খালেকুজ্জামান লিপন, বাসদের কেন্দ্রীয় নেতা জুলফিকার আলী, নাসিরউদ্দিন প্রিন্স, সিপিবি দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সমীর প্রমুখ।  

এসময় নেতারা বলেন, ‘দাম কমাও, জীবন বাঁচাও’ দাবিতে আাগমী ২৫ আগস্ট অর্ধদিবস দেশব্যাপী হরতাল হবে। তা সফল করার মধ্য দিয়ে দেশবাসী দুঃশাসনের অবসান ঘটিয়ে বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলে জনগণের সরকার প্রতিষ্ঠা লড়াইকে বেগবান করবে।  

তারা আরও বলেন, বাম গণতান্ত্রিক জোটের ডাকা এই হরতালের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে সভা-সমাবেশে শাসক দল হামলা চালাচ্ছে।

নেতারা এ হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের আইনের আওতায় এনে গ্রেফতার দাবি করেন।  

এছাড়া হরতালের সমর্থনে আজ ঢাকার বিভিন্ন স্থানে বাম জোটের নগর নেতারা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বলে সভা থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২ 
আরকেআর/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।