ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: রাজধানীতে বিএনপির বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: রাজধানীতে বিএনপির বিক্ষোভ

ঢাকা: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

শনিবার (৬ আগস্ট) সকাল থেকেই অঘোষিতভাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিভিন্ন থানা ও ওয়ার্ডে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

এর মধ্যে সুত্রাপুর থানা, মতিঝিল থানা, চকবাজার, শাহবাগ থানার ২০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি মিছিল গুলিস্তান, বঙ্গবাজার হয়ে আনন্দ বাজার গিয়ে শেষ হয়। এতে নোয়াব হোসেন জাহিদ, মনির হোসেন টিটু, আবু সুফিয়ানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিএনপি নেতা সেলিম রেজা ও আনিসুজ্জামানের নেতৃত্বে ৬৬, ৬৭ ও ৬৮ নং ওয়ার্ড বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। এছাড়া পল্টন থানার ১৩ নং ওয়ার্ড ছাড়াও ৪৭, ৫১, ৫৪, ৫২, ৫৩, ৫৮, ৫৯, ৬০, ৬৩, ৬৪, ৬৫, ৬৯ ও ৭০ ওয়ার্ড বিএনপির নেতারা বিক্ষোভ মিছিল বের করেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।