ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকায় সমাবেশে না.গঞ্জ ছাত্রদলের বিশাল শো-ডাউন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
ঢাকায় সমাবেশে না.গঞ্জ ছাত্রদলের বিশাল শো-ডাউন

নারায়ণগঞ্জ: পুলিশের গুলিতে ছাত্রদল ও যুবদল নেতা হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের সমাবেশে বিশাল শো-ডাউন করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (৬ আগস্ট) ঢাকায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এ শো-ডাউন করা হয়।

শো-ডাউনে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকায় জড়ো হয়ে হয়ে ছাত্রদল যুবদলের নেতা হত্যার প্রতিবাদে বিশাল মিছিল করেন। এসময় তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নানা স্লোগান দেওয়া হয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব বলেন, আমাদের দেশের মানুষকে এখন আর প্রধানমন্ত্রী মানুষ ভাবেন না। মানুষ আজ জেগে উঠেছে। এখনো যদি অবৈধ ক্ষমতাসীনরা উপলব্ধি না হয় তাহলে তাদের পরিনতি অনেক খারাপ হবে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।