ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ফুলবাড়ীতে ছাত্রলীগ নেতাসহ আটক ২, ইয়াবা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
ফুলবাড়ীতে ছাত্রলীগ নেতাসহ আটক ২, ইয়াবা জব্দ লোকমান হোসেন

কুড়িগ্রাম: ১৯৪টি ইয়াবা ট্যাবলেটসহ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা লোকমান হোসেন (২৫) ও মামুন পোদ্দার (২২) নামে দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা।

এদের মধ্যে লোকমান ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি জেলা সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের নুর মোহাম্মদের ছেলে। আর মামুন একই ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের আফজাল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরের দিকে আটক দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার বিকেলে ফুলবাড়ীর ভাঙ্গামোড় ইউনিয়নের নজরমামুদ এলাকা থেকে ১৯৪টি ইয়াবা ট্যাবলেটসহ লোকমান ও মামুনকে আটক করে। র‌্যাব বাদী হয়ে রাতেই আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের ফুলবাড়ী থানায় সোপর্দ করে। মামলা নং-৩।  

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বাংলানিউজকে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্নের পর আটক দু’জনকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো
হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ