ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ভোলায় বিএনপির হরতাল চলছে, শক্ত অবস্থানে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
ভোলায় বিএনপির হরতাল চলছে, শক্ত অবস্থানে পুলিশ

ভোলা: ভোলায় বিএনপির ডাকা হরতাল চলছে। বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকাল ৮টার দিকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা।

 

রিক্সা, অটোরিক্সাসহ চলাচল করলেও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভোলা শহরজুড়ে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। তবে সড়কে পিকেটিং দেখা যায়নি, জেলা বিএনপি কার্যালয়ের সামনে অল্পসংখ্যক নেতাকর্মীর অবস্থান লক্ষ করা গেছে।

সকাল থেকে ভোলা-চরফ্যাশন সড়কে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সকাল ১০টায় এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোথাও কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় লাইফ সার্পোটে থাকা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর পর বৃহস্পতিবার সকাল-সন্ধা হরতালের ডাক দেয় জেলা বিএনপি।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ