ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রদল নেতা নূরে আলমের জানাজা বৃহস্পতিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
ছাত্রদল নেতা নূরে আলমের জানাজা বৃহস্পতিবার

ঢাকা: ভোলায় পুলিশের গুলিতে গুরুতর আহত জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তার নামাজে জানাজা বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাত পৌনে নয়টায় শায়রুল কবির জানান, নূরে আলমের মরদেহ বিকেলে নয়াপল্টনের কার্যালয়ের সামনে নিয়ে ৬টায় জানাজা হওয়ার কথা থাকলেও হয়নি। লাশের ময়না তদন্তের জন্য রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ গ্রহণের পর বৃহস্পতিবার জানাজা হবে।

গত রোবার (৩১ জুলাই) সারা দেশে লোডশেডিং ও বিদ্যুতের অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। সেখানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ গুলি ছুড়লে ওই দিন ঘটনাস্থলে সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম মারা যান। গুরুতর আহত অবস্থায় জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমকে ঢাকার কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বিকেল সোয়া তিনটার দিকে তিনি সেখানে মারা যান।

এদিকে নূরে আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা নয়াপল্টন কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। রাত ৯টায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি জানান, রাত সাড়ে আটটা পর্যন্ত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। পরে অনেকে চলে গেছেন।

তিনি বলেন, এখনও লাশ পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ