ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

১৫ আগস্টের কুশীলবদের বিচার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
১৫ আগস্টের কুশীলবদের বিচার দাবি

রাজশাহী: পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।  

এই দাবি জানিয়ে মঙ্গলবার (২ আগস্ট) প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।



আজ দুপুরে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল জলিলের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি জমা দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সহ সভাপতি শাহীন আকতার রেণী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এছাড়া মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ