ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রিমন, সম্পাদক শাওন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রিমন, সম্পাদক শাওন

নরসিংদী: নরসিংদী জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে আহসানুল ইসলাম রিমনকে সভাপতি ও শাহজালাল আহমেদ শাওনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।  

রোববার (৩১ জুলাই) রাতে ছাত্রলীগের সভাপতি আর নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নরসিংদী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে আগামী এক বছরের জন্য ৫ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।



আহসানুল ইসলাম রিমন সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও শাহজালাল আহমেদ শাওন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি শিব্বির আহমেদ শিবলী, সরোয়ার হোসেন ফয়সাল ও যুগ্ম সাধারণ সম্পাদক আলিফ জোবায়ের। একই সঙ্গে জাহেদুল ইসলাম ভূঞা পনিককে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও শোয়েব রায়হানকে সদস্য করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।