ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

গণফোরাম-বিএনপি সংলাপ মঙ্গলবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
গণফোরাম-বিএনপি সংলাপ মঙ্গলবার

ঢাকা: চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার (২ আগস্ট) বিকেল ৪টায় আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরাম ও বিএনপির সংলাপ হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে বসবে।

আর গণফোরামের নেতৃত্ব দেবেন দলটির সভাপতি মোস্তফা মোহসীন মন্টু।

এ সময় মোহসীন মন্টুর সঙ্গে থাকবেন- গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, মহসিন রশিদ, মহিউদ্দিন আবদুল কাদেরসহ শীর্ষ নেতাকর্মীরা।

গণফোরামের তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সংলাপ শেষে গণফোরাম কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে নেতাকর্মীরা কথা বলবেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
এমএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ