ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল, সম্পাদক শাহাদাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল, সম্পাদক শাহাদাত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে  সভাপতি করা হয়েছে সাইফুল ইসলাম রকিকে।

আর সাধারণ সম্পাদক করা হয়েছে মো. শাহাদাত হোসেন ভূঁইয়াকে।  

রোবরার (৩১ জুলাই) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এক বছর মেয়াদী এ কমিটির অনুমোদন দেন। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।  

কমিটির সহসভাপতিরা হলেন- জাহিদ আদনান, জাহিদ হাসান শুভ, ফাহাদ বিন কামাল মাহি, ফয়সাল হাওলাদার, রিয়াজ হোসেন, রাকিব হোসেন, সেবাব নেওয়াজ, মেহেদী হাসান কামরুল, মুনীর মাহমুদ নোবেল, এমরান হোসেন রানা, তৌসিফ মাহমুদ জাহিদ, আজিজুল হক রোমান, ফাহিম ফয়সাল, মাহতীর মোহাম্মদ, আব্দুল হামিদ ফাহাদ, আবদুল্যাহ আল মামুন জুয়েল, মেহেদী হাসান মঞ্জু, সাজ্জাদুর রহমান প্রীতম, নজরুল ইলাম বাপ্পী ও অপু চৌধুরী৷ 

যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন- মাইনুদ্দিন ইফতি, জাহিদুল ইসলাম শুভ পাটওয়ারী, আবু তালেব, সজীব মীর ও শাহ আহসান আহমেদ রোমেল।  

সাংগঠনিক সম্পাদকরা হলেন- রবিউল ইসলাম রবিন ভূঁইয়া, মুন্না তালুকদার, শাহীন আলম ও হাসিবুল হাসান শান্ত।  

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ