ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে বিএনপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
রাজশাহীতে বিএনপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রাজশাহী: ভোলায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে রাজশাহীতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১ আগস্ট) এই গায়েবানা জানাজার নামাজের আয়োজন করে মহানগর বিএনপি।

এ দিন দুপুরে রাজশাহী মহানগরের মনিচত্বর এলাকার সিটি টাওয়ারের অস্থায়ী মসজিদে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় মহানগর বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্যা অঙ্গ সংঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জানাজার নামাজ শেষে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা বলেন, লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে বিনা উস্কানিতে পুলিশ অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এতে স্বেচ্ছাসেবক দলের আবদুর রহিম নিহত হন। এই ফ্যাসিবাদী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করবে রাজশাহী বিএনপি।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ