ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন হাতে শামা ওবায়েদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন হাতে শামা ওবায়েদ

রাজবাড়ী: সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে রাজবাড়ীতে হারিকেন হাতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রোববার (৩১ জুলাই) বিকেলে বিএনপি কার্যালয়ে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিক্ষোভ-সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান লিখন, যুবদলের সদস্য সচিব, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ঝন্টু, ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগের উন্নয়ন হাতে হাতে হারিকেন, এই উন্নয়ন আমরা চাই না। তারা বলেছিল দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, হবে না, কিন্তু তারা আজ এদেশের মানুষের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে।

বিএনপি মানুষকে ১৬ টাকা কেজি চাল খাইয়েছে আওয়ামী লীগের আমলে চাল ৭০ টাকা, ঘরে ঘরে চাকরি দেবে বলেছিল আজ বেকারত্বের জ্বালায় মানুষ মরছে। খুন, গুম, রাহাজানি বেড়েছে।

শামা ওবায়েদ আরও বলেন, এই সরকারকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে হবে, আর সেই আন্দোলন শুরু হবে রাজবাড়ী থেকে। কারণ রাজবাড়ীর বিএনপি এখন অনেক শক্তিশালী।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ