ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

৩০ বছরেও উন্মোচন হয়নি কমরেড রতন সেন হত্যারহস্য! 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
৩০ বছরেও উন্মোচন হয়নি কমরেড রতন সেন হত্যারহস্য! 

খুলনা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) খুলনা জেলার সাবেক সম্পাদক কমরেড রতন সেনের ৩০তম হত্যাবার্ষিকী রোববার (৩১ জুলাই)।

১৯৯২ সালের ৩১ জুলাই খুলনা ডিসি অফিসের সামনে ঘাতকরা তাকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করে।

 

গত ৩০ বছরেও এই হত্যারহস্যের কোনো কিনারা হয়নি।

কমরেড রতন সেনের ৫০ বছরের রাজনৈতিক জীবনের ২২ বছর কেটেছে জেল ও আত্মগোপনে। জীবনের মূল্যবান সময় যৌবনের ১৭টি বছর কেটেছে পাকিস্তানের কারাগারে।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড রতন সেন ১৯৯২ সালে একাত্তরের ঘাতক-দালালবিরোধী আন্দোলন ও দক্ষিণাঞ্চলের লবণপানির ঘেরবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন।  

এদিকে কমরেড রতন সেনের ৩০তম হত্যাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা কমিটি নানা কর্মসূচি হাতে নিয়েছে। রোববার বিকেল ৪টায় শহীদ হাদিস পার্কের সামনে পি সি রায় রোডে জমায়েত, কমরেড রতন সেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও হত্যা ন্যায় বিচারের দাবিতে লাল পতাকা মিছিল করে। এছাড়া রতন সেন পাবলিক লাইব্রেরি, রতন সেন কলেজিয়েট স্কুল, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, টিইউসি, কৃষক সমিতি, ক্ষেত মজুর সমিতি, উদীচীসহ বিভিন্ন গণসংগঠন শ্রদ্ধা নিবেদন এবং নানা কর্মসূচি পালন করেছে।  

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ