ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

নবাবগঞ্জের ১৪ ইউনিয়ন আ.লীগের সভাপতি-সম্পাদক হয়েছেন যারা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
নবাবগঞ্জের ১৪ ইউনিয়ন আ.লীগের সভাপতি-সম্পাদক হয়েছেন যারা

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে।

শনিবার (৩০ জুলাই) উপজেলার বাহ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের মধ্য দিয়ে ১৪ ইউনিয়নের সম্মেলন শেষ হয়।

 

১৪ ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটিতে যারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তারা হলেন, কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মৃধা, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ, যন্ত্রাইল ইউনিয়নে সভাপতি নন্দলাল সিং, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান হিরণ, বক্সনগর ইউনিয়নে সভাপতি বার্নার্ড তপন গোমেজ, সাধারণ সম্পাদক মো. শামিমুল আহাদ রনক, গালিমপুর ইউনিয়নে সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আবু বক্কর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. খালেদ খান, আগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজাহার উদ্দিন কাজল, সাধারণ সম্পাদক মাহিদুর রহমান পলাশ, চুড়াইন ইউনিয়নে সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসেত প্রমাণিক, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বাদল, কৈলাইল ইউনিয়নে সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম, সাধারণ সম্পাদক আজাহার আহমেদ বাবুল, শোল্লা ইউনিয়নে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূইয়া, সাধারণ সম্পাদক দেওয়ান তুহিনুর রহমান তুহিন, বাহ্রা ইউনিয়নে সভাপতি ইসহাক আলী, সাধারণ সম্পাদক পত্তনদার মো. রাকিব, নয়নশ্রী ইউনিয়নে সভাপতি নুরু পত্তনদার, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, বান্দুরা ইউনিয়নে সভাপতি রাজন কুমার সম্ভু, সাধারণ সম্পাদক মো. আইয়ূব, বারুয়াখালি ইউনিয়নে সভাপতি মোশাররফ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মো. সোহেল রহমান শিকদার, জয়কৃষ্ণপুর ইউনিয়নে সভাপতি রতন চন্দ্র বসাক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান খোকন এবং শিকারীপাড়া ইউনিয়নে সভাপতি মোজ্জাম্মেল হক ও সাধারণ সম্পাদক আব্দুল সালাম।  

নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত বলেন, ২০ জুন নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নের মধ্যে প্রথম ১ নম্বর শিকারীপাড়া ইউনিয়ন থেকে সম্মেলন শুরু হয়। শেষ হয় ৩০ জুলাই বাহ্রা ইউনিয়নে। সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ