ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে জামায়াতের ২ নেতা গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
লক্ষ্মীপুরে জামায়াতের ২ নেতা গ্রেফতার  লক্ষ্মীপুরে জামায়াতের ২ নেতা গ্রেফতার 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (৩০ জুলাই) দিনগত রাত ২ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর এলাকার বাসা থেকে নাছির উদ্দিনকে ও দক্ষিণ মজুপুর এলাকার বাসা থেকে মমিন উল্যাহকে গ্রেফতার করা হয়।

রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে। তবে কি মামলায় গ্রেফতার করা হয়েছে তা বলেননি পুলিশ পরিদর্শক  মমিনুল হক।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ