ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির সমাবেশ চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির সমাবেশ চলছে বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির সমাবেশ

ঢাকা: বিদ্যুতের লোডশেডিং ও অব্যবস্থাপনার প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।

রোববার (৩১জুলাই) সকাল সাড়ে দশটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ শুরু হয়েছে।

ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাহ উদ্দিন।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আরও বক্তব্য দেবেন দলটির জাতীয় নেতৃবৃন্দ।  

সমাবেশে উপস্থিত আছেন, ঢাকা জেলা বিএনপি নেতা নাজিম উদ্দিন মাস্টার, তমিজ উদ্দিন, কফিল উদ্দিন, দেওয়ান নাজিমুদ্দিন, সাহাবুদ্দিন আহম্মেদ, ইফতেখার আল-ফারুকী, আবেদ হোসেন, মো. মহিউদ্দিন, মো. বদিউজ্জামান, শাহ মইনুল হোসেন ও ইরফান ইবনে আমান, নিপুন রায় চৌধুরী প্রমুখ।

এর আগে সকাল ১০টা থেকে ঢাকা জেলা বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনের সমাবেশে যোগ দিয়েছেন।

এর আগে একই দাবিতে শুক্রবার (২৯জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি, শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সমাবেশ করে।  রোববার (৩১জুলাই) জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
এমএইচ/ইআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ