ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালী: সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পটুয়াখালী জেলা বিএনপি।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৩১ জুলাই) সকালে শহরের বনানী সড়ক এলাকার জেলা বিএনপি কার্যালয়ে সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য অ্যাড. সৈয়দ মো. শামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা শ্রমিক দলের সভাপতি জাহিদুর রহমান খান বাবুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ