ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সরকার বিশ্বব্যাপী ধিকৃত হচ্ছে: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
সরকার বিশ্বব্যাপী ধিকৃত হচ্ছে: রিজভী

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম, খুন, মানবধিকার লঙ্ঘনসহ মানুষের ভোটাধিকার হরণের ঘটনায় সরকার বিশ্বব্যাপী ধিকৃত হচ্ছে।

শনিবার (৩০ জুলাই) রাতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা এলাকায় এশিয়ান হাইওয়েতে মশাল মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়ায় নিন্দা জানিয়ে ও সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে বিএনপির মুখপাত্র আরও বলেন, সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে দেশের বিদ্যুৎ ব্যবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ছে। এখন সরকারের মন্ত্রীরা দেশের এই টালমাটাল অবস্থা আড়াল করতে বিরোধী দলের সমালোচনাকে গুজব বলে মন্তব্য করছে। মিথ্যা গল্প সাজিয়ে আর প্রকৃত ঘটনা আড়াল করা যাবে না। দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না।

তিনি বলেন, সরকারের সময় ফুরিয়ে এসেছে। জনগণ ফুসেঁ উঠছে। অচিরেই এ সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠবে।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, জেলা যুবদল নেতা আমিরুল ইসলাম ইমন, ছাত্রদলের সহ সভাপতি সুলতান মাহমুদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি আবু মো. মাসুম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদসহ দলীয় নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ