ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশাল মহানগর ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
বরিশাল মহানগর ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা 

বরিশাল: বরিশাল মহানগর ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  

শনিবার (৩০ জুলাই) বেলা ১১টায় বরিশাল নগরের সোহেল চত্বরস্থ মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

এ সময় মহানগরের ৩০টি ওয়ার্ড ও সব কলেজের ছাত্রলীগের নেতারা নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা দেন।  

অনুষ্ঠানে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্না, যুগ্ম আহ্বায়ক মাইনুল হাসান ও আরিফুর রহমান শাকিলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে প্রায় একযুগ পরে গত ২৪ জুলাই বরিশালে মহানগর ছাত্রলীগের ৩২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এমএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ