ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বোর্ড পরীক্ষায় ধর্মশিক্ষা বহালসহ ৪ দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
বোর্ড পরীক্ষায় ধর্মশিক্ষা বহালসহ ৪ দাবিতে সংবাদ সম্মেলন

ঢাকা: বোর্ড পরীক্ষায় ধর্মশিক্ষা বহালের দাবি জানিয়েছে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ।

শনিবার (৩০ জুলাই) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে আল ইসলাম বাংলাদেশ-এর সভাপতি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী৷ 
ড. এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ৯১ শতাংশ মুসলমানের দেশে বোর্ড পরীক্ষা থেকে ইসলাম ধর্ম তুলে দেওয়াটা দুঃখজনক। মূল্যবোধ আলাদা বিষয়। সেটি ধর্মের সঙ্গে সম্পর্কিত নয়।

পরে, তারা ৪ দফা দাবী জানান। দাবিগুলো হলো—

• বোর্ড পরীক্ষায় ইসলামি শিক্ষাসহ সব ধর্মীয় শিক্ষা বিষয় বহাল করতে হবে।

• প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কারিগরিসহ সব শ্রেণি ও শাখায় ধর্মশিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

• শিক্ষা-সিলেবাস থেকে প্রত্যাখাত বিবর্তনবাদসহ ধর্মবিরোধী সব পাঠ অপসারণ করতে হবে।

• বৈদেশিক শ্রম বাজারে ব্যাপকহারে প্রবেশের জন্য শিক্ষার সব স্তরে আরবি ভাষা-শিক্ষা কোর্স চালু করতে হবে।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ আহসানুজ্জামান। অনুষ্ঠানে ইসলামি চিন্তাবিদ ও ব্যাক্তিত্বরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ৩০ জুলাই, ২০২২
এমকে/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।